মালনি ছড়া চা বাগান হল বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত। যা উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম চা বাগান। এই মালনী ছড়া চা বাগান বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম সর্বপ্রথম প্রতিষ্ঠিত বাণিজ্যিক ভিত্তিক চা বাগান। এই চা বাগানটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খানিকটা দূরে অবস্থিত।
১৮৫৪ সালে ব্রিটিশ শাসক লর্ড হার্ট সন ১৫০০একর জমির উপর এই চা বাগানটি প্রতিষ্ঠা করেন।
১৬৫০ সালে চীন দেশে চা উৎপাদন শুরু করা হয়। তার প্রায় ২০০ বছর ভারতীয় উপমহাদেশের সিলেটে ১৮৫৪ সালে প্রথম চা উৎপাদন শুরু করে। চায়ের নেশায় অভ্যস্ত হয়ে যায় ব্রিটিশ ও বাঙালিরা সিলেটের মালনি ছড়া থেকেই উপমহাদেশের চা চাষের গোড়া পত্তন শুরু হয়। এরপর দেশ শতাব্দীতে বহু ইংরেজ পাকিস্তানি ও বাংলাদেশী ব্যবস্থাপকের হাত ঘুরে ১৯৮৮ সাল থেকে। এই মালনি ছাড়া ব্যক্তি মালিকানায় পরিচালিত হয়ে আসছে।
সিলেট শহরে খুব কাছেই অবস্থিত এই সবুজ সমারে ঘেরা আনন্দ সুন্দর এই মালনি ছাড়া চা বাগান। উচু নিচু টিলার পর টিলায় ভরা এই চা বাগানটি। দুটি পাতা একটি কুঁড়ির দেশে এসে যারা খুব অল্প সময়ে প্রকৃতির প্রেমে হারিয়ে সবুজ গালিচার চাদরের হাতছানি পেতে চান তাদের জন্য অন্যান্য এই মালোনি ছাড়া চা বাগান। দেশের মোট চায়ের প্রায় ৯০% চা উৎপাদন হয় সিলেটে। আর এজন্যই সিলেটকে বলা হয় দুটি পাতা একটি কুড়ির দেশ। মাঝে মাঝে উপরে ছাতার মতো ছায়া বৃক্ষ আর নিচে আধো আলে আধো ছায়ার সবুজ গালিচা বিছানো যেন শৈল্পপিক কারুকার্য খচিত। সিলেটে চা বাগানের এরূপ প্রকৃতির দৃশ্য পর্যটকদের মন কেড়ে নেয়। মানুষের কাছে আরেকটি বিস্ময়কর বিষয় হলো যে এই মালনি ছাড়া চা বাগানটি ১৫০০ একর জায়গা জুড়ে উপমহাদেশের প্রাচীন ও প্রথম বাণিজ্যিক চা বাগান।
চা বাগান টির পেটের মধ্য দিয়ে চলে গেছে দৃষ্টিনন্দন সড়ক যা দেখতে খুবই ভালো লাগে। যারা আকাশ পথে সিলেটে আসেন তাদের প্রথমেই স্বাগত জানাই এই চা বাগানটি। অনেক বিদেশী পর্যটক রাও এই চা বাগানের প্রেমে পড়ে এর পাশে দাঁড়িয়ে এর সৌন্দর্য উপভোগ করেছেন। এই বাগানের মধ্য দিয়ে হাঁটার সময় চোখে পড়বে কমলা কাঁঠাল ও সুপরি বাগান এছাড়াও রয়েছে টান ফল রাবার চন্দন আগরসহ নানা ঔষধি গাছ।
এই চা বাগানের পাশেই রয়েছে বিশ্বের অন্যতম সুন্দর স্টেডিয়াম। যেখানে ২০১৪ সালে বৃষ্টি বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হয়েছিল এখানে রয়েছে মালোনি ছাড়া চা বাগান এছাড়াও লাভকাতুরা চা বাগান।
ঢাকা থেকে বাসে বা ট্রেনেডাক ও আকাশ পথে সিলেটে যাওয়া যায় ।
ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য বিভিন্ন কোম্পানির বাস সার্ভিস রয়েছে। এসি বাসের ভাড়া ১২০০ থেকে ১৪০০ টাকা এবং নন এসি বাসের ভাড়া ৫০০ থেকে ৫৫০ টাকা। ঢাকা থেকে সিলেট যেতে সময় লাগবে ছয় থেকে আট ঘন্টা। নিম্নে কয়েকটি বাস সার্ভিসের এর নাম উল্লেখ করা হল :
গ্রীন লাইন পরিবহন
এনা পরিবহন
সেন্ট মার্টিন পরিবহন
লন্ডন এক্সপ্রেস
শ্যামলী পরিবহন
হানিফ এন্টারপ্রাইজ
ট্রেনে করে ঢাকা থেকে সিলেট
ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য ট্রেনে করে যাওয়া যেতে পারে। সে ক্ষেত্রে কমলাপুর অথবা বিমানবন্দর রেলস্টেশন থেকে ট্রেনে উঠতে হবে। বর্তমানে জয়ন্তিকা, পারাবত এক্সপ্রেস এবং উপবন এক্সপ্রেস চলাচল করে। ঢাকা থেকে সিলেট যেতে সময় লাগে ৮ থেকে ৯ ঘন্টা।
আকাশ পথে ঢাকা থেকে সিলেট
আকাশ পথে , বিমানে করে ঢাকা থেকে সিলেট যাওয়ার ব্যবস্থা রয়েছে। এই ক্ষেত্রে বর্তমানে নভোএয়ার, ইউ এস বাংলা, বিমান বাংলাদেশ ঢাকা থেকে সিলেট চলাচল করে। এই বিমানের ভাড়া হবে ৩২০০ থেকে ৬২০০টাকা পর্যন্ত।
সিলেট শহরের যে কোন প্রান্ত থেকে সহজেই সিএনজি রিকশা এবং অটো রিস্কা ভাড়া করে মালোনি ছড়া চা বাগান যেতে পারবেন আম্বরখানা পয়েন্ট থেকে রিক্সায় যেতে সময় লাগে ২৫ মিনিট এবং সিএনজিতে সময় লাগে ১০ মিনিট
মালোনি ছাড়া চা বাগান এলাকায় তেমন কোন খাবার হোটেল নেই তবে জিন্দাবাজার এলাকায় রেস্তোরা রয়েছে যার মধ্য ভোজন বাড়ি পানশি পাঁচ ভাই স্পাইসি প্রীতিরাজ এবং রয়েল সেফ রেস্টুরেন্ট উল্লেখযোগ্য এছাড়াও সিলেটে ভালো খাবার হোটেল রয়েছে
মাননী ছাড়া চা বাগান এলাকায় ভালো কোন আবাসিক হোটেল নেই ভালো মানের হোটেলে থাকতে চাইলে চলে যেতে পারেন হযরত শাহজালাল রা এর দরগা এলাকায় এখানে ৩০০ থেকে ৩ হাজার টাকার মধ্যে এসি এবং নন এসি রুম পাবেন
সিলেটের আবাসিক হোটেলের মধ্যে রয়েছে :
আরো পড়ুন :সাগর কন্যা দ্বীপ
বোটানিক্যাল গার্ডেন সবুজের আচ্ছাদন আর নির্মল বাতাসের শান্ত নিরিবিলি স্থান হিসেবে পরিচিত । ময়মনসিংহ জেলার…
সাগর কন্যা দ্বীপ বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ। বরিশাল বিভাগের অন্তর্গত এই জেলা নাম ছিল দক্ষিণ…
বরেন্দ্র গবেষণা জাদুঘর একটি প্রত্নতবরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী শহরে অবস্থিত। যেটি বাংলাদেশের প্রথম জাদুঘর। ত্ত্ব সংগ্রহে…
প্রয়াস সেনা বিনোদন পার্ক সবাই একটু কম বেশি চিত্তবিনোদনের জন্য বিভিন্ন বিনোদনের পাট এর খোঁজ…
বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত। চিড়িয়াখানাটি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে…
শিল্পচার্জ জয়নুল আবেদীন পার্ক ১৯৭০ সালে ময়মনসিংহ শহরের মধ্য দিয়ে বয়ে চলা পুরাতন ব্রক্ষপুত্র।…