মালনি ছড়া চা বাগান হল বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত। যা উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম চা বাগান। এই মালনী ছড়া চা বাগান বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম সর্বপ্রথম প্রতিষ্ঠিত বাণিজ্যিক ভিত্তিক চা বাগান। এই চা বাগানটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খানিকটা দূরে অবস্থিত।
মালনি ছাড়া চা বাগান প্রতিষ্ঠা
১৮৫৪ সালে ব্রিটিশ শাসক লর্ড হার্ট সন ১৫০০একর জমির উপর এই চা বাগানটি প্রতিষ্ঠা করেন।
ইতিহাস
১৬৫০ সালে চীন দেশে চা উৎপাদন শুরু করা হয়। তার প্রায় ২০০ বছর ভারতীয় উপমহাদেশের সিলেটে ১৮৫৪ সালে প্রথম চা উৎপাদন শুরু করে। চায়ের নেশায় অভ্যস্ত হয়ে যায় ব্রিটিশ ও বাঙালিরা সিলেটের মালনি ছড়া থেকেই উপমহাদেশের চা চাষের গোড়া পত্তন শুরু হয়। এরপর দেশ শতাব্দীতে বহু ইংরেজ পাকিস্তানি ও বাংলাদেশী ব্যবস্থাপকের হাত ঘুরে ১৯৮৮ সাল থেকে। এই মালনি ছাড়া ব্যক্তি মালিকানায় পরিচালিত হয়ে আসছে।
মালনি ছড়া চা বাগানের বর্ণনা
সিলেট শহরে খুব কাছেই অবস্থিত এই সবুজ সমারে ঘেরা আনন্দ সুন্দর এই মালনি ছাড়া চা বাগান। উচু নিচু টিলার পর টিলায় ভরা এই চা বাগানটি। দুটি পাতা একটি কুঁড়ির দেশে এসে যারা খুব অল্প সময়ে প্রকৃতির প্রেমে হারিয়ে সবুজ গালিচার চাদরের হাতছানি পেতে চান তাদের জন্য অন্যান্য এই মালোনি ছাড়া চা বাগান। দেশের মোট চায়ের প্রায় ৯০% চা উৎপাদন হয় সিলেটে। আর এজন্যই সিলেটকে বলা হয় দুটি পাতা একটি কুড়ির দেশ। মাঝে মাঝে উপরে ছাতার মতো ছায়া বৃক্ষ আর নিচে আধো আলে আধো ছায়ার সবুজ গালিচা বিছানো যেন শৈল্পপিক কারুকার্য খচিত। সিলেটে চা বাগানের এরূপ প্রকৃতির দৃশ্য পর্যটকদের মন কেড়ে নেয়। মানুষের কাছে আরেকটি বিস্ময়কর বিষয় হলো যে এই মালনি ছাড়া চা বাগানটি ১৫০০ একর জায়গা জুড়ে উপমহাদেশের প্রাচীন ও প্রথম বাণিজ্যিক চা বাগান।
চা বাগান টির পেটের মধ্য দিয়ে চলে গেছে দৃষ্টিনন্দন সড়ক যা দেখতে খুবই ভালো লাগে। যারা আকাশ পথে সিলেটে আসেন তাদের প্রথমেই স্বাগত জানাই এই চা বাগানটি। অনেক বিদেশী পর্যটক রাও এই চা বাগানের প্রেমে পড়ে এর পাশে দাঁড়িয়ে এর সৌন্দর্য উপভোগ করেছেন। এই বাগানের মধ্য দিয়ে হাঁটার সময় চোখে পড়বে কমলা কাঁঠাল ও সুপরি বাগান এছাড়াও রয়েছে টান ফল রাবার চন্দন আগরসহ নানা ঔষধি গাছ।
আশেপাশের সৌন্দর্য
এই চা বাগানের পাশেই রয়েছে বিশ্বের অন্যতম সুন্দর স্টেডিয়াম। যেখানে ২০১৪ সালে বৃষ্টি বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হয়েছিল এখানে রয়েছে মালোনি ছাড়া চা বাগান এছাড়াও লাভকাতুরা চা বাগান।
মালনি ছাড়া চা বাগান কিভাবে যাবেন
ঢাকা থেকে বাসে বা ট্রেনেডাক ও আকাশ পথে সিলেটে যাওয়া যায় ।
বাসে করে ঢাকা থেকে সিলেট
ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য বিভিন্ন কোম্পানির বাস সার্ভিস রয়েছে। এসি বাসের ভাড়া ১২০০ থেকে ১৪০০ টাকা এবং নন এসি বাসের ভাড়া ৫০০ থেকে ৫৫০ টাকা। ঢাকা থেকে সিলেট যেতে সময় লাগবে ছয় থেকে আট ঘন্টা। নিম্নে কয়েকটি বাস সার্ভিসের এর নাম উল্লেখ করা হল :
গ্রীন লাইন পরিবহন
- রাজার বাগ কাউন্টার, ঢাকা – ০২৯৩৪২৫৮০
- আরামবাগ কাউন্টার, ঢাকা – ১৭৩০০৬০০০০৯
- সিলেট সুবহানি গেট কা, সিলেট – ০১৭৩০৬০০৩৬
এনা পরিবহন
- মহাখালী বাস টার্মিনাল কাউন্টার ঢাকা – ০১৭৬০৭৩৭৬৫০
- টঙ্গী স্টেশন কাউন্টার ঢাকা – ০১৭৬০৭৩৭৬৫৩
- সিলেট বাস টার্মিনাল কাউন্টার, সিলেট – ০১৭৬০৭৯৯৮৬
সেন্ট মার্টিন পরিবহন
- আরামবাগ কাউন্টার ঢাকা – ০১৭৬২৬৯১৩৪১
- কল্যাণপুর কাউন্টার ঢাকা – ০১৭৬২৬৯১৩৬৪
- পান্থপথ কাউন্টার ঢাকা – ০১৭৬২৬৯১৩৬৪
লন্ডন এক্সপ্রেস
- আরামবাগ কাউন্টার ঢাকা – ০১৭০১২২০১১
- কলাবাগান কাউন্টার ঢাকা – ০১৭০১২২০০৩৩
শ্যামলী পরিবহন
- কল্যাণপুর কাউন্টার ঢাকা – ০২৮০৯১১৬১
- কলাবাগান কাউন্টার ঢাকা – ০২৯১৪১০৪৭
- হুমায়ুন রশিদ চত্বর কাউন্টার সিলেট – ০১৭১১৯২৪৪২০
হানিফ এন্টারপ্রাইজ
- কল্যাণপুর কাউন্টার ঢাকা – ০১৭১৩০৪৯৫৪০
- গাবতলী কাউন্টার ঢাকা – ০২৯০১২৯০২
- হুমায়ুন রশিদ চত্বর কাউন্টার সিলেট – ০১৭১১৯২৪৪২০+
ট্রেনে করে ঢাকা থেকে সিলেট
ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য ট্রেনে করে যাওয়া যেতে পারে। সে ক্ষেত্রে কমলাপুর অথবা বিমানবন্দর রেলস্টেশন থেকে ট্রেনে উঠতে হবে। বর্তমানে জয়ন্তিকা, পারাবত এক্সপ্রেস এবং উপবন এক্সপ্রেস চলাচল করে। ঢাকা থেকে সিলেট যেতে সময় লাগে ৮ থেকে ৯ ঘন্টা।
আকাশ পথে ঢাকা থেকে সিলেট
আকাশ পথে , বিমানে করে ঢাকা থেকে সিলেট যাওয়ার ব্যবস্থা রয়েছে। এই ক্ষেত্রে বর্তমানে নভোএয়ার, ইউ এস বাংলা, বিমান বাংলাদেশ ঢাকা থেকে সিলেট চলাচল করে। এই বিমানের ভাড়া হবে ৩২০০ থেকে ৬২০০টাকা পর্যন্ত।
সিলেট থেকে মালোনি ছাড়া চা বাগান কিভাবে যাবেন
সিলেট শহরের যে কোন প্রান্ত থেকে সহজেই সিএনজি রিকশা এবং অটো রিস্কা ভাড়া করে মালোনি ছড়া চা বাগান যেতে পারবেন আম্বরখানা পয়েন্ট থেকে রিক্সায় যেতে সময় লাগে ২৫ মিনিট এবং সিএনজিতে সময় লাগে ১০ মিনিট
কোথায় খাবেন
মালোনি ছাড়া চা বাগান এলাকায় তেমন কোন খাবার হোটেল নেই তবে জিন্দাবাজার এলাকায় রেস্তোরা রয়েছে যার মধ্য ভোজন বাড়ি পানশি পাঁচ ভাই স্পাইসি প্রীতিরাজ এবং রয়েল সেফ রেস্টুরেন্ট উল্লেখযোগ্য এছাড়াও সিলেটে ভালো খাবার হোটেল রয়েছে
কোথায় থাকবেন
মাননী ছাড়া চা বাগান এলাকায় ভালো কোন আবাসিক হোটেল নেই ভালো মানের হোটেলে থাকতে চাইলে চলে যেতে পারেন হযরত শাহজালাল রা এর দরগা এলাকায় এখানে ৩০০ থেকে ৩ হাজার টাকার মধ্যে এসি এবং নন এসি রুম পাবেন
সিলেটের আবাসিক হোটেলের মধ্যে রয়েছে :
- হোটেল রোজ ভিউ ইন্টারন্যাশনাল – ০৮২১৭২১৮৩৫
- নাজিম ঘর রিসোর্ট – ০৮২১২৮৭০৩৩৮৯
- হোটেল ফরচুন গার্ডেন – ০৮২১৭১৫৫৯০
সিলেট জেলার আকর্ষণীয় জায়গা গুলো হল
- জাকারিয়া সিটি
- জাফলং
- অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড
- পান্থুমাই
- ভোলাগঞ্জ
- রাতারগুল
- লালা খাল
- হাকালুকি হাওর
- লাক্কাতুরা চা বাগান
- মালনি ছড়া চা বাগান
- হযরত শাহজালাল মাজার
- হযরত শাহপরান মাজার
আরো পড়ুন :সাগর কন্যা দ্বীপ
Leave a Reply