ভিন্নজগত পার্ক মানসিক কর্মব্যস্ততায় প্রতিদিনের দিনগুলো কেটে যায়। যান্ত্রিক যাতাকলে জীবন একবারে অতিষ্ঠ হয়ে ওঠে। জীবনে একটা ক্লান্তি ভাব চলে আসে। মানুষের এই যান্ত্রিকতা দূর করার জন্য কিছুটা বিনোদনের প্রয়োজন পড়ে। আর এই বিনোদনের জন্য রয়েছে রংপুরে সবচেয়ে বড় বিনোদনমূলক পর্যটন কেন্দ্র ভিন্নজগত পার্ক। ভিন্ন জগতে রয়েছে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার জন্য রয়েছে বেশ কিছু কর্মচারী ও কর্মকর্তাগণ যারা দর্শনার্থীদের যথাসাধ্য নিরাপত্তা দিয়ে থাকেন। ভিন্ন জগত উত্তর অঞ্চলের মধ্যে বড় বিনোদন কেন্দ্র।
ভিন্ন জগত পার্ক এর অবস্থান
রংপুর বিভাগীয় শহরে গঙ্গা গড়া উপজেলায় গঞ্জিপুর গ্রামে প্রায় ১০০ একর জায়গা জুড়ে ২০০১ সালে স্থাপিত হয়েছে ভিন্নজগত পার্ক। রংপুরের পাগলা পীর থেকে ভিন্ন জগতের ফটোক পর্যন্ত ১৫ থেকে ২০ মিনিটের রাস্তা।
ভিন্ন জগতের বর্ণনা
ভিন্ন জগত পার্ক যেন আসলেই এর ভিন্ন রকমের উন্মাদনা রয়েছে। প্রাকৃতিক ও মনোরম পরিবেশ এবং বিভিন্ন ধরনের সুব্যবস্থা। ভিন্নজগতের প্রধান গেট পার হলেই সামনে পড়বে একটি লোহার ব্রিজ। নানা রকমের মনোরম দৃশ্য। ব্রিজটি পার হলেই পরিচয় করিয়ে দিবে ভিন্নজগতের সাথে ভিন্ন জগতের প্রধান আকর্ষণ হচ্ছে বাংলাদেশের প্রথম রানী প্লানেটেরিয়াম দর্শন। প্লানেটেরিয়ামে ঢোকে জানা যাবে পৃথিবীর সৃষ্টির ইতিহাস বিগ ব্যাং ইউরি বা মহাবিস্ফোরণ নিজেকে হারিয়ে ফেলা যাবে গ্রহ নক্ষত্রের মাঝে।
আধুনিক প্রযুক্তি প্রাচীন ঐতিহ্যের সমন্বয় গড়ে ওঠা ভিন্ন জগতে পিকনিকের জন্য পিকনিক স্পট, শপিং মল, ৫০০ আসন বিশিষ্ট আধুনিক কনফারেন্স, কমিউনিটি সেন্টার, স্কিল টেস্ট, রোবটজোন শিশু-কিশুরদের আনন্দ উপভোগ করার জন্য রয়েছে শিশু কানুন, হেলিকপ্টার, ফ্লাইজোন,মেরিগোরাউন্ড,সুইমিং পুল, স্পাইডারজোন, ক্যাঙ্গারু মুভিং,নাগরদোলা, বাম্পার কার, রেসিং হর্স, মোকি ট্রেন, সিপ্যারাডাইস, আজম গুহা, জল তরঙ্গ, থ্রিডি মুভি, বরফের দেশ, শাপলা চত্বর, বীরশ্রেষ্ঠ ও ভাষা সৈনিকদের ভাস্কর্য, লেকে নৌকা ভ্রমণের ব্যবস্থা বিভিন্ন উৎসব আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের ব্যবস্থা।
ভিন্ন জগতে রয়েছে, বিশাল সুইমিং পুল এর ব্যবস্থা। সুইমিং পুলে জনপ্রতি এন্ট্রি ফি ৫০টাকা। সুইমিংপুলে ইচ্ছেমত সাঁতার কাটা যায়। নীল জলরাশিতে গোসল করার মজাটাই অন্যরকম। ভিন্ন জগতের ভিতরে রয়েছে ঘোড়ার গাড়ি এবং প্লেন আকৃতির গাড়ি আপনি ইচ্ছে করলে এই গাড়িতে চড়ে পুরো ভিন্ন জগৎ দেখতে পারেন।
ভিন্ন জগতে রয়েছে, ভূতের বাড়ি নামক একটি ভিন্ন জগৎ। যেখানে প্রবেশ মূল্য জনপ্রতী ৩০ টাকা। এখানে পরিবেশটা অনেকটা ভৌতিক প্রকৃতির।
রংপুরের এই ভিন্ন জগতে চারপাশে রয়েছে নয়না বিরাম লেক। স্পিডবোটের মাধ্যমে পুরা ভিন্ন জগৎ ঘুরে দেখার ব্যবস্থা রয়েছে।
ভিন্ন জগত ভিন্ন আঙ্গিকে ব্যতিক্রম একটি পর্যটক কেন্দ্র। শিক্ষামূলক ভ্রমণে ভিন্ন জগৎ পর্যটন কেন্দ্র ছাত্র-ছাত্রী ও আনন্দ প্রিয়াসুদের জন্য ভিন্ন মাত্রায় সজ্জিত একটি বিনোদন কেন্দ্র। ভিন্ন জগৎ স্থাপিত বাংলাদেশের প্রথম প্ল্যানেটেরিয়াম, রোবট স্কিনজন,স্পেন জার্সি, লোক শিল্প জাদুঘর রয়েছে। বিশ্বের সপ্তম চার্জের অবিকল রূপে স্থাপন করা হয়েছে তাজমহল, পিরামিড, চিড়িয়াখানা, চীনের প্রাচীর মস্কোর ঘন্টা, সুন্দরবন ও আইফেল টাওয়ার তাই আমরা বলি বিশ্ব দেখায় এখন ভিন্ন জগতেিই।
চীনের প্রাচীর ঘুরে তাজমহলে যেতে হয়। শাজাহান তার প্রেমিককে উপহার দিয়েছিল তাজমহল। আর সেই তাজমহল এখনো রয়েছে ইন্ডিয়াতে। সে তাজমহলের আদলেই ছোট আকারে তৈরি করা হয়েছে ভিন্ন জগতে এই তাজমহল। যা দেখার জন্য দর্শনার্থী এই ভিন্ন জগতে আসলে অবশ্যই এই তাজমহল দেখে জান। ভিন্ন জগতের কারুকার্য খচিত এই তাজমহল দেখার জন্য দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। কেউ ছবি তোলে, কেউ বা বসে সময় কাটায়, আবার কেউ প্রেমের জগতে হাবুডুবু খায়।
তাজমহলের পাশেই রয়েছে পিরামিড এবং ঐতিহ্যবাহী মস্কোর ঘন্টা। কাঠের শাখোর উপর দিয়ে হেটে যেতে হবে ঐতিহ্যবাহী এই ঘন্টার কাছ। ভিন্ন জগতে পাওয়া যাবে ছোট ছেলে মেয়েদের জন্য বিভিন্ন রকমের খেলনা এবং গৃহ সামগ্রী এবং পাওয়া যাবে ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের আইটেম। যারা ঘুরতে আসেন তারা সবাই কিছু না কিছু কিনে নিয়ে যান।
ভিন্ন জগতে রয়েছে আরো নান্দনিক ঘুরে দেখার মত স্থান। যদি কখনো রংপুরে আসেন তাহলে অবশ্যই সময় করে ঘুরে যাবেন এই ভিন্ন জগত বিনোদন কেন্দ্রটি। যা আপনার মনকে করবে বিমোহিত, বিকাশিত, মনকে করবে আন্দোলিত।
ভিন্ন জগত খোলার সময়
ভিন্ন জগত সারা বছর সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭ঃ৩০ পর্যন্ত খোলা থাকে।
ভিন্ন জগতের টিকিট মূল্য
ভিন্ন জগতের প্রবেশ করতে হলে টিকিটের প্রয়োজন হয়। ভিন্ন জগতের টিকিট মূল্যে জন প্রতি ১০০ টাকা। এছাড়াও ভিতরের প্রতিটি রাইড এর জন্য আলাদা করে .৫ থেকে ৩০ টাকা পর্যন্ত দিতে হয়।
ভিন্ন জগত কিভাবে যাবেন
ঢাকা থেকে বাসে এবং ট্রেনে উভয় পথেই রংপুর যাওয়া যায়।
ঢাকা থেকে বাসে করে রংপুর
ভিন্ন জগৎ যাওয়ার জন্য অনেক গাড়ি রয়েছে। ঢাকা মহাখালী, কল্যাণপুর, মোহাম্মদপুর এবং গাবতলী থেকে রংপুরগামী বেশ কয়েকটি বিলাসবহুল এসিও নন এসি বাস রয়েছে। আপনি এই বাসে করে রংপুর যেতে পারেন। এই বাসে ভাড়া হবে ৫০০ টাকা থেকে ১২০০ টাকা। কিছু বাসের নাম দেওয়া হলোঃ
- গ্রীন লাইন পরিবহন – ৮৮০২৯১১২২৮৭, ৮৮০২৯১৩১৪৫, ০১৭৩০০৬০০০৬
- আলহামরা ট্রাভেলস – ৮৮০২৯০০৫৬১২, ০১৭২১৮০২০৩১
- মিম পরিবহন – ০১৯১১০৩৬৯৪, ০১৭৩৪৪২২৯৭
- এস আর ট্রাভেলস – ০১৭১১৩৯৪৮০, ৮৮২০৯০৩৩৭৯৩
- কুড়িগ্রাম পরিবহন – ০১৯২৪৪ ৬৯৪৩৭, 0914856826
ট্রেন পথে ঢাকা থেকে রংপুর
ঢাকা থেকে ট্রেনে করে রংপুরে যাওয়া যায়। ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে রংপুর এক্সপ্রেস সোমবার সারা প্রতিদিন সকাল 9 টায় রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। আপনি চাইলে ট্রেনে করে রংপুর আসতে পারেন। এই রংপুরের ট্রেন ভাড়া হবে ২০০থেকে .৯০০টাকা। ট্রেনে করে ঢাকা থেকে রংপুর আসতে সময় লাগবে .৮থেকে ৯ ঘন্টা।
রংপুর থেকে ভিন্ন জগত
রংপুর থেকে সরাসরি ভিন্ন জগত যাওয়া যায়। রংপুর থেকে ভিন্ন জগতে যাওয়ার জন্য বিভিন্ন গাড়ি রয়েছে। যেমনঃ প্রাইভেট কার ভাড়া ৪০০ থেকে ৫০০ টাকা, মাইক্রোবাস ভাড়া ১০০ থেকে ১০০০ টাকা। এছাড়াও সৈয়দপুর দিনাজপুরের গাড়িতে চড়ে ভিন্ন জগত যাওয়া যায়। সে ক্ষেত্রে নামতে হবে রংপুরের পাগলা পীর বাস স্ট্যান্ড এবং রংপুর থেকে জলঢাকা গামি গাড়িতে ভিন্ন জগৎ যেতে পারেন। সেখান থেকে ১০০ থেকে ১৫০ টাকায় করে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে যাওয়া যায় ভিন্ন জগতে।
কোথায় থাকবেন
থাকার জন্য রংপুরে বিভিন্ন আবাসিক হোটেল রয়েছে এবং থ্রি স্টার সহ বেশ কয়েকটি অত্যাধুনিক হোটেল রয়েছে। ভাড়া পর্ব ৩০০ থেকে ৫০০০ টাকা। এছাড়াও ভিন্ন জগতে থাকার জন্য রিসোর্ট রয়েছে আপনি চাইলে এই রিপোর্টে থাকতে পারেন।
কোথায় খাবেন
রংপুর শহরে বিভিন্ন মানের হোটেল রয়েছে। এছাড়াও ভিন্ন জগতে অবস্থিত রেস্টুরেন্টে সব ধরনের খাবার পাওয়া যায়। আপনার পছন্দ অনুযায়ী খাবার খেতে পারেন।
যোগাযোগ
বনানী অফিস
House 123(2nd floor)
Road 04,Block A, Banani Dhaka – 1213
Phone: 02-8833869 থেকে 71পর্যন্ত
Cell: 01912134062,01713038493
উত্তরা অফিস
House 03, Shaista khan Avenue, sector 04, uttara,Dhaka,1230
Phone: 88028953348, 01713038495
রংপুর অফিস
Dimand Particle Board mills Ltd
Uttam,Hajirhat,Rangpur
Cell: 01856491276,01856491280,01856491275
Fax: 880-521-64179
E-mail:dimond [email protected]
আরো পড়ুনঃ সেন্টমার্টিন দ্বীপ
Leave a Reply