SYLHET

জাফলং (Jaflong)-প্রকৃতির কন্যা

জাফলং হচ্ছে প্রকৃতির প্রেমে পড়ার মত একটি পর্যটন কেন্দ্র, যা প্রকৃতির কন্যা হিসেবে পরিচিত। এটি  বাংলাদেশের সিলেটে গোসাইলঘাট উপজেলায় অবস্থিত। সিলেটের মূল শহর থেকে প্রায় ৬২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্তবর্তী খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে রূপের লাবণ্যতা বিচরণ করে।

থরে থরে পাথরের বিচরণ, পিয়াইন নদীর স্বচ্ছ পানি জলধারা যেন মুক্তা ঝরে। ঝুলন্ত ব্রিজে ছুটে চলা, পাহাড়ের উপরে বয়ে চলা সাদা মেঘের ঘন ঘটা,জাফলং কে যেন, প্রকৃতি তার আপন হাতে সাজিয়ে রেখেছে। একেক ঋতুতে এখানকার সৌন্দর্য একেক রকম পর্যটনদের আকর্ষণ করে, তাই প্রায় সারা বছরই পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়।

জাফলং এর ইতিহাস

ইতিহাস বিদদের মতে, বহু হাজার বছর ধরে, জাফলং ছিল খাসিয়া জৈন্তা রাজার অধীনস্থ থাকা এক  নির্জন বনভূমি। 1954 খ্রিস্টাব্দে জমিদারি প্রথা বিলুপ্ত হলে খাসিয়া জৈন্তা রাজ্যের অবসান ঘটে। এর পর জাফলং বেশ কয়েক বছর পতিত এলাকা হিসেবে পড়েছিল। এরপর ব্যবসায়ীরা পাথরের সন্ধানে  বিভিন্ন এলাকা থেকে নৌপথে জাফলং আসতে শুরু করে।  ধীরে ধীরে পাথর ব্যবসার প্রয়োগ ঘটতে শুরু করে এবং এখানে জনবসতি গড়ে উঠতে সহায়তা করে। 

জাফলং এর রুপে লাবণ্যতা

 জাফলং এর বাংলাদেশের সীমান্ত এলাকায় দাঁড়ালে খুব সহজেই লক্ষ্য করা যায়, ভারতের সীমান্ত এলাকার উঁচু উঁচু পাহাড় গুলো, যেন মনে হয় আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। এসব পাহাড় গুলোতে ঝরতে অভিরাম ধারায় পাহাড়ি ঝরনা যা পর্যটকদের করে বিমোহিত। এখানে রয়েছে ভারতে ভাউকি বন্দরে ঝুলন্ত সেতু যার সৌন্দর্য অনেকেই ছবির ফ্রেমে ধরে রাখে। ভাউকি নদীর স্বচ্ছ পানির জলধারা মুক্তার মত ঝনঝন করে। যা এখানকার বিশেষ আকর্ষণ। এখানে প্রতি বছর পহেলা বৈশাখী কেন্দ্র করে, আয়োজিত হয় বৈশাখী মেলা। মেলাকে ঘিরে আয়োজিত হয় বহু আয়োজন। বিভিন্ন লোকের আগমনে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বর্ষা এবং শীত ঋতুতে জাফলং এর সৌন্দর্য আলাদা রূপে ধরা দেয়। সব মিলিয়ে জাফলং একটি আদর্শ পর্যটন কেন্দ্র।

জাফলং কিভাবে যাবেন

 জাফলং যেতে হলে প্রথমে ঢাকা থেকে সিলেট যেতে হবে ঢাকা থেকে সিলেট বাস ট্রেন ও আকাশ উভয় পথে যাওয়ার সুযোগ রয়েছে।

বাসে করে ঢাকা থেকে সিলেট

 ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য বিভিন্ন কোম্পানির বাস সার্ভিস রয়েছে। এসি বাসের ভাড়া ১২০০ থেকে ১৪০০ টাকা এবং নন এসি বাসের ভাড়া ৫০০ থেকে ৫৫০ টাকা। ঢাকা থেকে সিলেট যেতে সময় লাগবে ছয় থেকে আট ঘন্টা। নিম্নে কয়েকটি বাস সার্ভিসের  এর নাম উল্লেখ করা হল :

গ্রীন লাইন পরিবহন

  • রাজার বাগ কাউন্টার, ঢাকা – ০২৯৩৪২৫৮০
  • আরামবাগ কাউন্টার, ঢাকা – ১৭৩০০৬০০০০৯
  • সিলেট সুবহানি গেট কা, সিলেট – ০১৭৩০৬০০৩৬

 এনা পরিবহন

  • মহাখালী বাস টার্মিনাল কাউন্টার ঢাকা – ০১৭৬০৭৩৭৬৫০
  • টঙ্গী স্টেশন কাউন্টার ঢাকা – ০১৭৬০৭৩৭৬৫৩
  • সিলেট বাস টার্মিনাল কাউন্টার,  সিলেট – ০১৭৬০৭৯৯৮৬

সেন্ট মার্টিন পরিবহন

  • আরামবাগ কাউন্টার ঢাকা – ০১৭৬২৬৯১৩৪১
  • কল্যাণপুর কাউন্টার ঢাকা – ০১৭৬২৬৯১৩৬৪
  • পান্থপথ কাউন্টার ঢাকা – ০১৭৬২৬৯১৩৬৪

 লন্ডন এক্সপ্রেস

  • আরামবাগ কাউন্টার ঢাকা – ০১৭০১২২০১১
  • কলাবাগান কাউন্টার ঢাকা – ০১৭০১২২০০৩৩

শ্যামলী পরিবহন

  • কল্যাণপুর কাউন্টার ঢাকা – ০২৮০৯১১৬১
  • কলাবাগান কাউন্টার ঢাকা – ০২৯১৪১০৪৭
  • হুমায়ুন রশিদ চত্বর কাউন্টার সিলেট – ০১৭১১৯২৪৪২০

হানিফ এন্টারপ্রাইজ 

  • কল্যাণপুর কাউন্টার ঢাকা – ০১৭১৩০৪৯৫৪০
  • গাবতলী কাউন্টার ঢাকা – ০২৯০১২৯০২
  • হুমায়ুন রশিদ চত্বর কাউন্টার সিলেট – ০১৭১১৯২৪৪২০+

 

ট্রেনে করে ঢাকা থেকে জাফলং

ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য ট্রেনে করে যাওয়া যেতে পারে। সে ক্ষেত্রে কমলাপুর অথবা বিমানবন্দর রেলস্টেশন থেকে ট্রেনে উঠতে হবে। বর্তমানে জয়ন্তিকা, পারাবত এক্সপ্রেস এবং উপবন এক্সপ্রেস চলাচল করে। ঢাকা থেকে সিলেট যেতে সময় লাগে ৮ থেকে ৯ ঘন্টা।

আকাশ পথে  ঢাকা থেকে সিলেট

আকাশ পথে , বিমানে করে ঢাকা থেকে  সিলেট যাওয়ার ব্যবস্থা রয়েছে। এই ক্ষেত্রে বর্তমানে নভোএয়ার, ইউ এস বাংলা, বিমান বাংলাদেশ ঢাকা থেকে সিলেট চলাচল করে। এই বিমানের ভাড়া হবে ৩২০০ থেকে ৬২০০টাকা পর্যন্ত। 

সিলেট থেকে জাফলং

সিলেট থেকে জাফলং যাওয়ার জন্য বাস, মাইক্রোবাস,লেগুনা ইত্যাদি সার্ভিস ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে সিলেট থেকে  জাফলং এর দূরত্ব হচ্ছে ৬২ কিলোমিটার।

জাফলং কোথায় থাকবেন

জাফলং ভ্রমণে সেখানে থাকার জন্য বেশ কিছু মানসম্মত আবাসিক হোটেল রয়েছে। নিম্নে কয়েকটি নাম উল্লেখ করা হলো:

  • হোটেল গার্গেন তামাদিন রোড – ০১৮১৯০৮৫৬২৯
  • হোটেল পর্যটন রেসিভেন্সিয়াল মামার বাজার – ০১৭১৬৭৬৫৭৭৩১
  • জাফলং গ্রীন রিসোর্ট – ০১৭৫৬১৬২০০
  • হোটেল হিল ভিউ মামার বাজার – ০১৭১১৩৩৩২২৭

আরো পড়ুন :বিছানাকান্দি

Shahana

Recent Posts

বোটানিক্যাল গার্ডেন( Botanical Garden) –  ময়মনসিংহ

বোটানিক্যাল গার্ডেন সবুজের আচ্ছাদন আর নির্মল বাতাসের শান্ত নিরিবিলি স্থান হিসেবে পরিচিত । ময়মনসিংহ জেলার…

55 years ago

মালনি ছাড়া চা বাগান (Malnicherra Tea Garden) –  বাংলাদেশের প্রথম ও বৃহত্তম চা বাগান

মালনি ছড়া চা বাগান হল বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত। যা উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম চা বাগান।…

55 years ago

সাগর কন্যা দ্বীপ – জেলা ভোলা ভ্রমণ

সাগর কন্যা দ্বীপ  বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ।  বরিশাল  বিভাগের অন্তর্গত এই জেলা নাম ছিল দক্ষিণ…

55 years ago

বরেন্দ্র গবেষণা জাদুঘর (varendra Research Musem) – বাংলাদেশের প্রথম জাদুঘর

বরেন্দ্র গবেষণা জাদুঘর একটি প্রত্নতবরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী শহরে অবস্থিত। যেটি বাংলাদেশের প্রথম জাদুঘর। ত্ত্ব সংগ্রহে…

55 years ago

প্রয়াস সেনা বিনোদন পার্ক (Proyash Sena Binodon Park) – রংপুরে বিনোদন পার্ক

প্রয়াস সেনা বিনোদন পার্ক সবাই একটু কম বেশি চিত্তবিনোদনের জন্য বিভিন্ন বিনোদনের পাট এর খোঁজ…

55 years ago

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ঢাকা মিরপুর(Bangladesh National Zoo) – ঢাকা মিরপুর

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত।  চিড়িয়াখানাটি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে…

55 years ago