আলু টিলা গুহা খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় অবস্থিত একটি প্রাকৃতিক গুহা, যা আলুটিলা গুহা নামে পরিচিত। এটি খাগড়াছড়ি মূল শহর থেকে ৮ কিলোমিটার পশ্চিমে, সমতল ভূমি হতে ৩০০০ ফুট উচ্চতায় এবং ১৫০ ফুট লম্বা বিশিষ্ট আলু টিলা পাহাড়ে এই গুহাটি অবস্থিত।
স্থানীয়দের কাছে আলুটিলা গুহা মাতাই হাকর বা দেবতা গুহা নামে পরিচিত। আলুটিলার গুহার দৈর্ঘ্য ৩৫০ ফুট এবং গুহার মুখ টির ব্যাস প্রায় ১৭ থেকে ১৮ ফুট। গুহার ভেতরে প্রবেশের জন্য আগে মশাল কিনে নিতে হত। এখন মশাল পাওয়া যায় না। তাই মশালের বিকল্প হিসেবে মোবাইলের টর্চ লাইট বা চার্জ লাইট নিয়ে যেতে পারেন। আলুটিলার গুহার ভেতরে গা ছমছম করা পরিবেশ, এদিক ওদিক থেকে টিপটিপ করে পানি পড়ার শব্দ। কোথাও কোথাও আবার পানি জমে আছে। রয়েছে বড় বড় পাথর খন্ড। ভেতরের পথ পিচ্ছিল হওয়ার কারণে পা পিছলে যায় এমন জুতা বা স্যান্ডেল ব্যবহার না করাই ভালো। আলুটিলা গুহার এক প্রান্ত দিয়ে প্রবেশ করে অন্য প্রান্ত দিয়ে বের হতে 10 থেকে ১৫ মিনিট সময় লাগে। এই অ্যাডভেঞ্চার সময়টুকুর মজা সারা জীবন মনে থাকবে।
আলু টিলা গুহা কিভাবে যাবেন
আলুটিলা গুহা যেতে হলে প্রথমে খাগড়াছড়ি যেতে হবে। ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার জন্য বিভিন্ন ধরনের বাস রয়েছে এসি এবং নন এসি দুই ধরনের বাস পাওয়া যায।
শ্যামলী পরিবহন
গাবতলী – ০২২০১৬২২০৫৮০০
কমলাপুর – ০২৮৩১৬২৪৬
আরামবাগ – ০২৭১৯৪২৯১
পান্থপথ – ০২৯১০২০৮২
হানিফ এন্টারপ্রাইজ
সায়েদাবাদ – ০১৭১৩৪০২৬৭৩
কল্যাণপুর – ০১৭১৩০৪৯৫৪০
সাভার – ০১৭৫৩৪৮৮৪৪৭৬
নর্দা – ০১৭১৩০৪৯৫৭৯
কলা বাগান – ০১৭৩০৩৭৬৩৪২
আব্দুল্লাহপুর – ০১৩০৪৯৫১৩
উত্তরা – ০১৭৩৪০২৬৭২
গ্রীন লাইন পরিবহন
নর্দা – ০১৭ ৩০০ ৬০০৯৮
রাজার বাগ – ০২৯৩৪২৫৮০
বাড্ডা – ০১৯৭০০৬০০৭৬
আরামবাগ – ০২৭১৯২৩০১
সেন্টমার্ট সেন্টমার্টিন হুন্দাই পরিবহন
আরামবাগ – ০১৭৬২৬৯১৩৪১
ফকিরে পুল – ০১৭৬২৬৯১৩৫০
পান্থপথ – ০১৭৬২৬৯১৩৬
কোথায় থাকবেন
খাগড়াছড়িতে থাকার জন্য বিভিন্ন মানের হোটেল রয়েছে। কিছু হোটেলের তালিকা দেওয়া হলোঃ
হোটেল সিটি পয়েন্টে ইন খাগড়াছড়ি – ০১৮২৫৯৪৮৪৩০
পর্যটন মোটেল খাগড়াছড়ি – ০১৭৩৭২৪৪৪৯৬১
৪ স্টার হোটেল খাগড়াছড়ি – ০১৮২৭৬১৩০১৩
কোথায় খাবেন
খাগড়াছড়িতে খাবার জন্য বিভিন্ন মানের রেস্টুরেন্ট রয়েছে। আপনি আপনার পছন্দমত রেস্টুরেন্টে এ খাবার খেতে পারেন। কিছু রেস্টুরেন্টের তালিকা দেওয়া হলোঃ
খাগড়াছড়ি ফ্রেন্ডস ক্যাফে এন্ড রেস্টুরেন্ট ০১৫৩৩১৩৮
রিবার ভিউ রেস্টুরেন্ট – ০১৮২৫৬২২৩২৫
সিস্টেম রেস্টুরেন্ট – ০১৮৬৩৬০৭০৯০
গোবিন্দ রেস্টুরেন্ট – ০১৫৮১২৪৪৫২৪
দৃষ্টি আকর্ষণ
আপনার যত্রতত্র ভাবে ফেলে দেওয়ামশালের কারণে প্রাকৃতিক পরিবেশ যে বিনষ্ট হচ্ছে এই কথাটি একবারও ভেবেছেন? দয়া করে আপনি সচেতন হোন অন্যকে সচেতন হতে সহায়তা করেন। আমাদের একটু সচেতনতা করতে পারে পরিবেশ রক্ষা করতে। আপনাদের ব্যবহারিত মশাল কিংবা অন্য উসৃষ্ট অংশ নির্দিষ্ট ডাস্টবিনে ফেলুন। এই প্রাকৃতিক সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব।
আরো পড়ুনঃ মুক্তাগাছা জমিদার বাড়ি
Leave a Reply